Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অষ্টগ্রামে ১৭৭ কোটি টাকায় সেতু নির্মাণ করবে সরকার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ২৩, ২০২২, ০২:২৬ পিএম


অষ্টগ্রামে ১৭৭ কোটি টাকায় সেতু নির্মাণ করবে সরকার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণ করবে সরকার। সেতু নির্মাণের কাজ পেয়েছে তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

বুধবার (২২ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, অষ্টগ্রামে মেঘনা নদীর ওপর ১ হাজার মিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৭৭ কোটি ২৩ লাখ ৫১ হাজার ১০৮ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

‘স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ সেতু নির্মাণ করা হবে।’

আমারসংবাদ/এআই 

Link copied!