ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

শ্রীপুরে পোশাক কাখানার অর্ধশত নারী শ্রমিক হঠাৎ অসুস্থ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জুন ২৯, ২০২২, ০৭:১২ পিএম

শ্রীপুরে পোশাক কাখানার অর্ধশত নারী শ্রমিক হঠাৎ অসুস্থ

গাজীপুরের শ্রীপুরে আরবেলা ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার অর্ধশত নারী শ্রমিক আকষ্মিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিক ও ওষুধের দোকানে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বুধবার (২৯ জুন) দুপুর ২টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিক সাথী আক্তার (২৪) জানান, তিনি সুইং শাখায় কাজ করেন। তার পাশের সহকর্মী নাসরিন আক্তার (২৫) মেশিনে কাজ করার সময় হঠাৎ করে ঢলে পড়ে যান। তার ঢলে পড়ার দৃশ্য দেখে কাউকে কিছু বলার আগেই তিনি নিজেও ঢলে পড়েন। পরে নিজেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে পান।

সুইং শাখার কর্মী রিমি আক্তার (২২) বলেন, হঠাৎ করে সহকর্মীদের ঢলে পড়ার দৃশ্য তিনি নেজেও দেখেছেন। অনেকে ঢলে পড়াদের টেনে তুলে মাথায় পানি দিয়েছেন। একের পর এক কমপক্ষে অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।  কিছুক্ষণ পর তিনি নিজেকেও শক্তিহীন ভাবতে ভাবতে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে পড়েন। চেতন হয়ে দেখতে পান তাকে কয়েকজন উদ্ধার করে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা দিচ্ছেন।

কারখানা এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, দুপুরের দিকে আকাশ কিছুটা মেঘলা ছিল। এসময় কারখানা ও আশপাশের আবহাওয়াটা ছিল প্রচন্ড গরম। ঠিক এ সময়েই নারী শ্রমিকদের হঠাৎ অসুস্থের খবর পাওয়া গেছে। কোনো কোনো নারী শ্রমিক বলেছেন কারখানার বাথরুমে গিয়ে তারা ভয় পেয়েছেন। 

অসুস্থদের মধ্যে ঝর্ণা রানী (২৪), নাসরিন (৩২), হালিমা (২৪), শিল্পী (২২), স্বপ্না আক্তার (২৪) আলেয়া খাতুন (২০), মাজেদা খাতুন (২২), রুনা আক্তার (২৮) লিপি (৩২), সিনথিয়া (২৬) এবং তাদের সহকর্মীরা রয়েছেন।

আরবেলা ফ্যাশন কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আহমদ সাগর বলেন, কী কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অতিরিক্ত গরমের কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের মধ্য সবাই নারী শ্রমিক। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওষুধের দোকান, প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারখানায় সাড়ে তিন’শর বেশি শ্রমিক রয়েছন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরী বিভাগের চিকিৎসক মরিয়ম আক্তার বলেন, ওই হাসপাতালে ১৫ জন নারী ভর্তি হয়েছেন। তাদেরকে স্যালাইন পুশ করে অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন তা তাৎক্ষণিক বলা সম্ভব হচ্ছে না। কোনো কোনো অসুস্থ নারী বলেছেন টয়লেট থেকে তারা ভয় পেয়ছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শ্রমিকদের অসুস্থতার খবরে কারখানায় পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। হঠাৎ অসুস্থের কারন অনুসন্ধান করা হচ্ছে।

কেএস 

Link copied!