ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভুল অপারেশনের অভিযোগ

মামুন মিয়া, মানিকগঞ্জ

মামুন মিয়া, মানিকগঞ্জ

জুলাই ৪, ২০২২, ০৭:২৬ পিএম

রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভুল অপারেশনের অভিযোগ

মানিকগঞ্জে সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে প্রাইভেট হাসপাতালে ভুল অপারেশন করার অভিযোগ উঠেছে কর্তব্যরত ডা: রুমার বিরুদ্ধে।

এ বিষয়ে রোগী নাছরিন বেগম গত ২৮ জুন ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্বাবধায়ক  ডা: মোহাম্মদ বাহাউদ্দিনের নিকট একটি লিখিত অভিযোগ দেন। তবে ভুক্তভোগী নারীকে ডা: রুমার ব্যক্তিগত সহকারী আলালকে দিয়ে অভিযোগটি তুলে নিতে বলে এবং হুমকি দেয়।

অভিযোগে বলা হয় গত ৩ ফেব্রুয়ারী সদর হাসপাতালের বহির্বিভাগ থেকে টিকেট কেটে গাইনী সমস্যা নিয়ে ডা: রুমাকে দেখাই। এরপর ডা: রুমা তাকে দেখে বলে আপনার রেক্টোসিল ও সিষ্টোসিল হয়েছে। এই বলে তাকে প্রাথমিক পর্যায়ে কিছু ঔষুধ ও টেষ্ট লিখে দিয়ে পরবর্তী সাপ্তাহে আসতে বলে। এভাবে ১ মাসে রোগী চারবার হাসপাতালে আসে এবং নতুন নতুন চেষ্ট করিয়ে কালক্ষেপন করাইতে থাকে। এক পর্যায়ে ডা: রুমা ২৭ ফেব্রুয়ারী তার ব্যক্তিগত সহকারী আলালের মাধ্যমে মনোয়ারা নামের এক মহিলা দালাল দিয়ে রোগীকে আল মদিনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনেষ্টি হাসপাতালে পাঠান এবং ঐ দিন বিকেলে রোগীর অপারেশন করে। 

অপারেশন শেষে রোগীর স্বজনদের জরায়ু দেখান, জরায়ু দেখে স্বজনেরা বলেন, আমাদের রোগীর জরায়ু সমস্যা না তাহলে জরায়ু কেন অপারেশন করেছেন। তখন হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তার তাদেরকে ভুল বুঝিয়ে বলে পূর্বেও সকল সমস্যা সমাধান করা হয়েছে। এভবে আলমদিনা হাসপাতালে ৪ দিন থাকার পর ১৮,২০০ টাকার বিলের কাগজ দেখিয়ে নগদ ১২,৫০০ টাকা নিয়ে আমাকে রিলিজ দেয়। বাড়িতে এসে কিছু দিন যাওয়ার পর বুঝতে পারি আমার সেই পূর্বের সমস্যা রয়েই গেছে। পুনরায় ডাক্তারের কাছে গেলে আমার সাথে দুর্ব্যবহার করে। ডাক্তারে ভুল অপারেশনের কারণে আমার একটি মেয়ের আশা ছিল তা অসম্পন্ন রয়েই গেল। ডাক্তারের ভুল অপারেশনের কারণে শাররীক, মানসিক ও আর্থিক ক্ষতির কারণে বিচারের দাবি জানান তিনি। 

এ বিষয়ে ডা: রুমার সাথে কথা বললে তিনি জানান, মঙ্গলবার রোগীর অপারেশন, আমার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলে আমি রোগীর কোন সেবাই দিব না।

হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে  ভূল অপারেশন করা বিষয়ে তত্বাবধায়ক ডা: মোহাম্মদ  বাহাউদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, রোগীর যাবতীয় চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। আমার হাসপাতালের কোন ডাক্তার যদি এমটা করে থাকে অবশ্যই  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নিব।

কেএস 

Link copied!