Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

নিশিরাতের অনির্বাচিত সরকারের কোন দায়বার নেই: কাইয়ুম চৌধুরী

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

জুলাই ৬, ২০২২, ০৮:৫৩ পিএম


নিশিরাতের অনির্বাচিত সরকারের কোন দায়বার নেই: কাইয়ুম চৌধুরী

সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গত পানিবন্দি মানুষের পাশে বিএনপি আছে, বিএনপি জনধরদি দল তাই বিএনপি মানুষের কষ্টের দেখে ঘরে থাকতে পারেনি, শুরু থেকে বিএনপি পরিবার তাদের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে, নিশিরাতের অনির্বাচিত সরকারের কোন দায়বার নেই এদেশের সাধারণ মানুষদের নিয়ে। 

বুধবার (৬ জুলাই) দুপুরে ফেঞ্চুগঞ্জে যুক্তরাজ্য লিভারপুল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, লিভারপুল বাংলা প্রেসক্লাবের ট্রেজারার ও ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউপির ভূমিদাতা প্রবাসী আব্দুল হক এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এবং ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামের আব্দুল হক এর নিজ বাড়িতে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  যুক্তরাজ্য লিভারপুল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুল হক। 

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান'র সঞ্চালনায়  অনুষ্টিত অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার, সহ-সভাপতি সাহাদ আহমদ মেম্বার, সহ সাধারণ সম্পাদক আছাদুর রহমান রুহেল, জহিরুল ইসলাম তানিম, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ,সহ ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক শাহীন আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ তায়েফুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক ডা আযাদ আহমদ, উপজেলা ছাএদলের আহবায়ক মেহেদি হাসান রফি, যুগ্ম আহবায়ক রাহিবুল হাসান চৌধুরী সুজন, ৪নং ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রুহেল আহমদ রায়হান, ৪নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাবেক যুগ্ন সম্পাদক জাহিদ হাসান খলিল, বিএনপি নেতা ধানু আহমদ, ফাহিম আহমদ, শাহবাজ প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে উত্তর কুশিয়ারা ইউনিয়নের প্রায় ১০০০ টি পরিবারের মধ্যে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

কেএস 

Link copied!