ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

ফরিদপুর  প্রতিনিধি

ফরিদপুর  প্রতিনিধি

জুলাই ১৪, ২০২২, ০৬:১৬ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ৭টি বাড়ি-ঘর, দোকান-পাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ২ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলার তুজারপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে মারাত্মক আহত, আসাদ মীর, আজগার মীর, হায়দার মীর, সহিদ শেখ, ফজলুর রহমান, জিয়া মীর ও মুজিবুর মীরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তুজারপুর গ্রামের রসমত মোল্লা ও তার আপন ভাই তৈয়ব মোল্লার একটি জায়গা গ্রামবাসী মধ্যস্থতায় মাপঝোঁক হয়। তখন ২ ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির এপর্যায়ে হাতাহাতি পরে মারামারি হয়। তখন ২ ভাই দুই দলের বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কিছু লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষন করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ২ ভাই পৃথক দলে বিভক্ত হয়ে পুনরায় ওহাব ভূঁইয়া ও ওমর মাতুব্বর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৫০ জন আহত হন। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় এখনো কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হানিফ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও ফাঁকা গুলি বর্ষণ করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে। সংঘর্ষ বন্ধে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএস 

Link copied!