ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

হাটহাজারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৪

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২২, ০৪:৩২ পিএম

হাটহাজারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৪

চট্টগ্রামের হাটহাজারীতে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে বাসের বাইশজন যাত্রীসহ চব্বিশজন আহত হওয়ার ঘটনা ঘটে। 

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার মুন্সির মসজিদের উত্তরে হাটহাজারী-নাজিরহাট সড়কের ভাঙ্গাপুল এলাকায় এই দুর্ঘটনা সংগঠিত হয়। 

আহত বাসের চালক ও সহযোগী ছাড়া বাকি সবাই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। কিশোরগঞ্জ থেকে আসা আহতদের মধ্যে পুলিশ সদস্য, ডাক্তার, উকিল ও দিনমজুর রয়েছে বলে জানা গেছে। 

জানা যায়, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা দরবার শরিফ থেকে একটি মিনিবাস বাইশজন যাত্রী নিয়ে নগরীর উদ্দেশ্যে রওনা দিলে ভাঙ্গাপুল এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

আহতদের মধ্যে একব্যক্তি জানায়, আমরা গতকাল শুক্রবার মাইজভান্ডার দরবার শরিফ আসি, জিয়ারত শেষে আজ চট্টগ্রামের একটি মিনিবাস ভাড়া করে যাত্রা শুরু করি। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার পর আমি কিছুই বলতে পারিনা। মেডিকেল আনার পর চিকিৎসা নিয়ে কথা বলতে পারছি। 

স্থানীয়রা বলেন, গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার কারণে সড়ক একটু পিছলা হয়েছে, বাসাটি চলছিল বেপরোয়া গতিতে। একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে হয়তো অনেকেই পঙ্গুত্ব বরণ করতে হবে। তাই বৃষ্টিবাদলের দিনে সড়কে গাড়ি চলাচলে সতর্ক হওয়া জরুরী। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

কেএস 

Link copied!