Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি

আগস্ট ১০, ২০২২, ০৬:৩৪ পিএম


৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি

দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে হবিগঞ্জের ২৬ চা বাগানের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। বুধবার (১০ আগস্ট) সকালে দুই ঘণ্টা কর্মবিরতির পর বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
জানা গেছে, চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই মজুরি দিয়ে পরিবার নিয়ে চলা অসম্ভব। তাই তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, তিন দিনের ২ ঘণ্টা করে কর্মবিরতির দ্বিতীয় দিন পালন করেছি। তবুও মালিকপক্ষ মজুরি বাড়ায়নি। এখন রাজপথে দুর্বার আন্দোলন হবে।

বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, প্রতিটি বাগানে শ্রমিকদের একটাই দাবি- দৈনিক মজুরি ৩০০ টাকা করতে হবে। 

নাহলে চা শ্রমিকরা দুই বেলা খাবার যোগাড় করতে পারবে না। আর দেশের সাধারণ নাগরিক সুবিধা তো চা শ্রমিকদের কাছে স্বপ্নের মতো।


আমারসংবাদ/টিএইচ

Link copied!