Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ফরিদপুরে পাট কলের রোলারে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

আগস্ট ১৬, ২০২২, ০৫:১৮ পিএম


ফরিদপুরে পাট কলের রোলারে পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ফরিদপুর শহরের শিবরামপুরে আরএম জুট মিলে পাট নমনীয় ও পরিস্কার করার কাজে ব্যবহৃত সফ্টেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারের মধ্যে পিষ্ট হয়ে একজন পাটকল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম রাজু শেখ (২৫)। সে ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের মো: আযহার শেখের ছেলে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় সফ্টেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারের মধ্যে ওই শ্রমিকের দেহের অর্ধাংশ ঢুকে শরীর পিষ্ট হয়ে যায়। এসময় সেখানে এক বিভৎস দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাট কলে সফ্টেনার মেশিনে পাট ঢুকিয়ে প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে পরিস্কার ও নমনীয় করা হয়। একাজে ওই মেশিনে ব্যবহৃত হয় বিশালাকারের অসংখ্য রোলার। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে বসানো থাকে এবং দুটি রোলারের গতি বিপরীতমুখী থাকে। সকালে আরএম জুটমিলের শ্রমিক রাজু ওই মেশিনের একপাশে কাজ করছিলো। এসময় আকস্মিকভাবে সে দুটি রোলারের মাঝে আটকে যাওয়ার পর আস্তে আস্তে তার শরীরের অর্ধেকাংশ ঢুকে যেয়ে মেশিনটি বন্ধ হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সফ্টেনার মেশিনের কাজ করার সময় ওই মিলের শ্রমিক রাজুর দেহ মেশিনে আটকে ভেতরে ঢুকে যায়। এতে তার শরীরের অর্ধেকাংশ পিষ্ট হয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কেএস 

Link copied!