Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

১৯ বছর পর গৌরীপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মো. হুমায়ুন কবির, গৌরীপুর

মো. হুমায়ুন কবির, গৌরীপুর

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০৭:০৪ পিএম


১৯ বছর পর গৌরীপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

১৯ বছর পর বুধবার (১৪ সেপ্টেম্বর) গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ। দলীয় সুত্রে জানা গেছে, এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি বিষযক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, সদস্য রেমন্ড আরং, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন আহমেদ এমপি।

অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন-ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, কৃষি বিষয়ক সস্পাদক অধ্যক্ষ ড. একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম. এডভোকেট নিলুফার আন্জুম পপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম।

সম্মেলনের উদ্বোধক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা ও প্রধান বক্তা সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিকাল ৩ টায় গৌরীপুর স্টেডিয়ামে এ সম্মেলন শুরু হবে।

বিশ্বস্ত সুত্রে জানা গেছে আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখার সম্মেলন গত ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর পৌর শহরের পুরাতন রাইস মিল মাঠে অনুষ্টিত হয়েছিল।

সম্মেলন ঘোষণা হওয়ার পর থেকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। ইতিমধ্যে প্রার্থীদের নিজ নিজ উদ্যোগে প্রার্থীতা উল্লেখপূর্বক তাদের ছবি সম্বলিত পোস্টার, প্যানা দেয়াল সহ গাছে গাছে সুভা পাচ্ছে। তাছাড়াও প্রার্থীরা তদবিরসহ জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

বিগত ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বরের অনুষ্ঠিত সম্মেলনে গঠিত কমিটির ৬৭ জন মধ্যে সভাপতি সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল গনি, একেএম আজিজুল হক বাবু চেয়ারম্যান, অধ্যাপক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, অর্থ সম্পাদক শংকর হোম রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছালাম, কার্যকারী কমিটির সদস্য গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল আলী, তরুণ শিল্পপতি এম.এ হান্নান, আব্দুল মজিদ, আবুল কালাম, আহাম্মদ আলী, সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল কদ্দুছ সহ ২১জন মারা গেছেন।

বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছেন ১ নং সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম। অন্যান্য পদগুলি শুন্য থাকায় দলীয় কার্যক্রম  স্থবির হয়ে পড়েছে।
 

Link copied!