community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪,

পূবাইলে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন হবে: চুমকি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০৯:১৭ পিএম


পূবাইলে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন হবে: চুমকি

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেছেন,বঙ্গবন্ধু পরিবার এ দেশে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শহীদ ময়েজউদ্দিন আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবক ছিলেন। আমি মনে করি, পূবাইলে স্বেচ্ছাসেবক লীগ একটি শক্তিশালী সংগঠন হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  পূবাইল থানা ৩৯,৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  আয়োজনে এ সম্মেলন তিনি এ কথা বলেন।

সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ ভূইয়া এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সন্জিত কুমার মল্লিক (বাবু)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব এডঃ আজমত উল্লা খান,সভাপতি গাজীপুর মহানগর আওয়ামী লীগ।আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।মতিউর রহমান মতি,যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও প্রতিষ্ঠাতা সভাপতি গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ কাউন্সিলর ৪০ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।অধ্যক্ষ জাহিদ আল-মামুন,শ্রমবিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ।হোসনে আরা সিদ্দিকী জুলি, মহিলা বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ।

আরও উপস্থিত ছিলেন, জোৎস্না বেগম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০,৪১,৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। শাহিনুল আলম মৃধা এম এ কাউন্সিলর ৩৯নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।আব্দুস সালাম বি এ কাউন্সিলর ৪২ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন।হাসানুল বান্না মজু আহ্বায়ক ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ।ছোলেমান মোল্লা,৪০নং ওয়ার্ড সদস্য সচিব আওয়ামী লীগ।রাজিবুল হাসান রাজীব আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ।মীর মোশারফ কৃষি বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।রাকিবুল হাসান,সদস্য গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,মোঃআজগর আলী পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগ ।সঞ্চালনায় ছিলেন,মামুন মোল্লা,উপ ধর্ম বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রমুখ।

এবি

Link copied!