Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

সারাদেশে তথ্য অধিকার দিবস পালিত

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৫:৫৪ পিএম


সারাদেশে তথ্য অধিকার দিবস পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ অক্টোবর আন্তর্জাতিকভাবে এ দিবস পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ‘তথ্য অধিকারের যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ প্রতিপাদ্য নিয়ে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে পিফরডি প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরাম ও টিআইবির সচেতন নাগরিক কমিটির সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়া প্রমূখ। সভায় সঠিক সময়ে সঠিক তথ্য প্রদানে সরকারী কর্মকর্তাসহ সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক শিক্ষক ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্নস্তরের ১০০ জন অংশগ্রহণ করেন।

বরিশাল ব্যুরো: বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ শ্লোগান নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের হলরুমে বিভাগীয় ও জেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ওয়াহেদুর রহমান। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শহীদুল্লাহ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়া বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহন করেন। অতিথিরা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের সার্কিট হাউজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।     

মৌলভীবাজার প্রতিনিধি: “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) মৌলভীবাজার ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক পলিসি ফোরাম’-এর সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আনোয়ার হোসেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ময়নুল হক। বক্তব্য রাখেন, সদর উপজেলা প:প: কর্মকর্তা রিপন কুমার দাশ, জেলা সমাজসেবা বিভাগের এডি সাইফ উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোরুল কাদির, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শাহ আব্দুল ওয়াদুদ, হজরত শাহমোস্তফা (রা) কলেজের সহকারি অধ্যাপক মো: আছাদুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান, জেলা ক্রিড়া অফিসার মাজহারুল মজিদ, সাংবাদিক ইমাদ উদ্দ দীন, মাহবুবুর রহমান রাহেল, পিন্টু দেবনাথ, পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী প্রমূখ। বক্তরা বলেন, সু-শাসনের পূর্বশর্ত দুর্ণীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহিতামূলক জনসেবা নিশ্চিত করা। আর এ জন্য অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানের স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশ করা উচিৎ। তথ্য অধিকার আইন হলো এমন একটি আইন যা জনগন কতৃপক্ষের উপর প্রয়োগ করতে পারেন। এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। কোন নাগরিকের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকেন।

চাঁদপুর প্রতিনিধি:  ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবস উদযাপন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেশমা খাতুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, সাবেক সনাক সভাপতি কাজী শাহাদাত, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া প্রমূখ। আলোচনা সভার শুরুতে তথ্য অধিকার সম্পর্কিত ডকুমেন্টারি উপস্থাপন করেন টিআইবি চাঁদপুর এর এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। আলোচনা সভা শেষে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষ একই স্থানে এসে শেষ হয়।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ‘প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নারীর অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ (যুক্ত) প্রকল্প, মানব কল্যান পরিষদ (এমকেপি)র বাস্তবায়নে ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন এরিয়া কো-অর্ডিনেটর, ইয়াসিন আলী, মানব কল্যান পরিষদ (যুক্ত)প্রকল্প। সকালে একটি র‌্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয় এবং তথ্য মেলার ১০ টি স্টলের উদ্বোধন করেন। শেষে মটুকপুর ইস্কুল এন্ড কলেজ ও সোনারায় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তথ্য অধিকারই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপায় বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও পুরস্কার বিতরণ করা হয়।

গুরুদাসপুর( নাটোর) প্রতিনিধি: “তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে  সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে । বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপেলালা প্রাথমিক শিক্ষা অফিসার খ.ম জাহাঙ্গীর, আনসার ভিডিবি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন, মশিন্দা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা সাংবাদিক নেতৃবর্গসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের জনগণের মধ্যে নিজ নিজ দেশের সবধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর এ দিবসটি পালিত।

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালিত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে মানিকছড়ি উপজেলা প্রশাসন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সূচয়ন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রক্তিম রৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাছিনুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল খালেক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরী, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, একটা সময় জনগণ তাদের কাক্সিক্ষত তথ্য পেতে বিড়ম্বনায় পড়তে হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনগণ তার কাঙ্খিত সেবা পাচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের তথ্য জনগণ অনায়াসে পাচ্ছেন। তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। ঘরে বসেই বিভিন্ন তথ্য পাচ্ছে জনগণ। আর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন মাধ্যমে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও জনগণ যত তথ্য পাবে, তাদের জীবনমানেরও তত উন্নয়ন ঘটবে বলে মনে করেন বক্তারা।

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তিথি মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক, বাঁকা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল রবি প্রমূখ। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম তথ্য অধিকার সম্পর্কে সভায় আগতদের সর্তক করেন। তথ্য অধিকার সম্পর্কে প্রচারের আহ্বান জানান তিনি।

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এডভোকেট শাহনাজ প্রমূখ। এ সময় উপস্তিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর হক খান মজনু, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম রিপন জমাদ্দার, ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ তালুকদার, উপজেলা পূজা উদজাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মো. নাজমুল আহসান কবির, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ঈমাম হাফেজ মাওলানা গোলাম কিবরীয়াসহ বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর প্রধানরা। উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক বলেন, সব শ্রেণী পেশার মানুয়ের তথ্য জানার অধিকার রয়েছে। আমার উপজেলা প্রশাষনের পক্ষথেকে বরাবরই তথ্য সরবরাহে অগ্রণী ভূমিকা দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ সরকার ইউনিয়ন পর্যায়ও তথ্য সরবরাহে প্রতিনিধি নিয়োগ করেছেন। তথ্য আদান-প্রদানে সরকার বদ্ধ পরিকর।

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের  আলফাডাঙ্গায় ২৮ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক ঘুড়ে উপজেলা চত্বরে এসে সমবেত হয়। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রজত বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ.কে এম জাহিদুল হাসান জাহিদ, ভাইস চেয়ারম্যার শেখ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ রায়, ক্যাব সভাপতি কবীর হোসেন, সাংবাদিক মিয়া রাকিবুল ইসলাম প্রমূখ।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর আয়োজনে পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুল ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী সমাজ সেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান, ফুলবাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.সোহানুর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী প্রসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ফুলবাড়ী তথ্য অধিকার গ্রুপের সভাপতি সহকারী অধ্যাপক এস এম আবদুল্লাহ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ উদ্ব্যোক্তা, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ। শেষে বেসরকারি সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) এর ফুলবাড়ী তথ্য অধিকার গ্রুপের আয়োজনে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। আয়োজনে ছিলেন উপজেলা প্রশানস। এ সময় ৭টি ইউনিয়নের ইউনিয়ন সচিব ও উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ইউএনও মোসা: মারিয়াম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সভায় অন্যান্যের মধ্যে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাদী হাসান বক্তব্য রাখেন।

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, তদন্ত ওসি আব্দুল মোতালিব, বীর মুক্তিযোদ্বা আব্দুল বাতেন সরকার, ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির মুকুল, এটিএম রবিউল করিম, মোস্তফা খান প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে জাতীয় তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালি ও সরকারি অফিসের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ রির্পোট উপস্থাপনের মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ কর্মসুচি পালিত হয়। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি, শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। টিআইবি শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোসালিসা সুইটি, গণমাধ্যমকর্মী এসকে দাশ সুমন, শিমুল তালুকদার ও সনাক সদস্য দেলওয়ার হোসেন মামুন প্রমূখ। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি সনাকের পক্ষ থেকে উপজেলার ৪০ টি সরকারীর অফিসের জণগণের তথ্য পাওয়ার প্রধান ক্ষেত্র ওয়েব পোর্টাল স্টাডি রির্পোট উপস্থপন করা হয়। সরকারী ২টি প্রতিষ্ঠানের শতভাগ হলেও বাকী ৩৮ সরকারী প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল আপডেট নেই বলে রির্পোটে জানা গেছে। ৪টি প্রতিষ্ঠানের কোন ওয়েব পোর্টাল নেই বা শুন্য কোটায় রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন সরকারী অফিসে ওয়েভ পোর্টাল শতভাগ আপডেট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন। উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল  অফিসার ডাক্তার পার্থ সারথী সংহ, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দুদু মিয়া, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধরী, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, সনাক সদস্য শিক্ষক রহমত আলী, জহর তরপদার, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, পরিমল সিং বাড়াইক, অনিতা দেব ও নিতেশ সুত্রধরসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ইয়েস সদস্য বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

থানচি (বান্দরবান) প্রতিনিধি: ২৮ সেপ্টেম্বর (বুধবার) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক‍‍`। বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর এই দিনে আন্তর্জাতিক ভাবে এ দিবস পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২০২২ পালন করা হয়। সারা দেশের ন্যায় বান্দরবান থানচিতে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর সভাপতিত্বে দিবসটি পালিত করা হয়েছে। মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরো সচেতন করতে দেশসহ প্রতিটি বিভাগ, জেলায় ও উপজেলায় তথ্য অফিসের সহায়তায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি থানচি থানা প্রতিনিধি এস আই সফিক, প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ এমরান হোসেনসহ সাংবাদিক ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বলেন, তথ্য অধিকার আইন জনগণের কল্যাণে প্রণীত। তথ্যের অবাধ প্রকাশ জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে। অতিথিবৃন্দ আরো বলেন, ‘তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে কর্তৃপক্ষের সুশাসন নিশ্চিত হবে, জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে বলে বক্তব্য প্রদান করেন। অপরদিকে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ওয়াজেদ ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এইক সাথে বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: "তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক" এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামায় “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এ স্লোগানে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ সেপ্টেম্বর সকালে র‌্যালি শেষে  উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, ইউআরসি ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৮ সেপ্টেম্বর)
আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বণ্যার্ঢ্যর্ র্যালীর মাধ্যমে সকাল ১১ টায় গৌরীপুর পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনা আলোচনা সভা শুরু হয়। বক্তব্য রাখেন প্রেস ক্লাবে সাবেক সভাপতি, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সাবেক কমান্ডার আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হযরত আলী প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিক, পেশাজীবি সংগঠন, শিক্ষক-ছাত্র/ছাত্রীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ঝিনাইদহ প্রতিনিধি: ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ২ দিন ব্যাপী তথ্য অধিকার মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। উদ্বোধন শেষে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি সায়েদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম সাইফুল মাবুদ। সঞ্চালনা করেন সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। আলোচনা সভায় বক্তারা, তথ্যের অবাধ প্রবাহের নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শণ করা হয়। ২ দিন ব্যাপী এ তথ্য মেলায় সরকারি ও বেসরকারি ২৯ টি দপ্তর তাদের স্টল প্রদর্শণ করেছে।

দীঘিনালা প্রতিনিধি: তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক প্রতিপাদ্য বিষয় ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন সহকারী অফিসার মো. নাঈম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবক ডেপুটি কমান্ডার মো. সেলিম, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, বাজার চৌধুরী জেসমিন চৌধুরী প্রমূখ। আলোচনা সভায় বক্তরা বলেন, তথ্য প্রবাহ ঠিক থাকলে দূর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এক সময় থাকবে না। তথ্য জানতে আসলে তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে।  তথ্য জানা অধিকার সবার আছে তবে সরকারি সংবিধান প্রতি শ্রদ্ধা রেখে তথ্য দিতে হবে। প্রতিটি দপ্তর তাদের সরকারি সুযোগ-সুবিধা তথ্য প্রচার করতে হবে যাতে করে জনগন উপকৃত হয়।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক, এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে দিবসটি পালনে আলোচনা সভা করা হয়। সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুননেসা মিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, ডাঃ তানভির জামান,দোড়ার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল, সাবদারপুরের আব্দুল মান্নান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী, সাংবাদিক নজরুল ইসলাম, এ ছাড়া উপস্থিত ছিলেন  উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম, মৎস্য কর্মকর্তা  সঞ্চয় কুমার, মহিলা বিষয়ক শিলা বেগম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা চম্পা অধিকারি।

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে গতকাল বুধবার সকালে আন্তর্জাতিক তথ্য
অধিকার দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য “তথ্য প্রযুক্তি যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক”। উপজেলা দরবার হলে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক মিয়া, সদরপুর থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ বিশ্বাস, তথ্য সেবা কর্মকর্তা তৌহিদা খাতুন। অপরদিকে সদরপুর উপজেলার শিক্ষার্থীদের ২য় ব্যাচের আত্মরক্ষা ও ক্রীড়া কৌশল কারাতে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে কারাতের পোষাক বিতরণ করা হয়। সভায় বক্তারা সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে আরও সদয় হওয়ার আহবান জানান। এছাড়াও তারা সাধারণ জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার(২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের আয়োজনে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল। আলোচনায় অংশ নেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, বুলবুল হাসান, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আরমান কবির সৈকত, সাংবাদিক আবু জোবায়ের উজ্জল, রাইসুল ইসলাম লিটন, ইমরুল হাসান বাবু প্রমূখ। এ সময় জেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম প্রতিনিধি: নানা আয়োজনে কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক।’ এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়। বুধবার  (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসন হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, একুশে পদক প্রাপ্ত অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এএকএম সামিউল হক নান্টু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমূখ। আলোচনা সভা শেষে তথ্য অধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। অনুষ্ঠানো সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, তথ্য সেবা কর্মকর্তা খাদিজা আক্তার, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল আউয়াল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, কুমিল্লা পল্লী বিদুৎ সমিতির -২ এর ডিজিএম মোঃ হাাফিজ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ইসরাত জেরিন, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. সঞ্চিতা পাল, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল মোতালেব, নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম মাষ্টার প্রমুখ। 

কেএস 
 

Link copied!