Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নিহত সেনা জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২২, ০৬:৩২ পিএম


নিহত সেনা জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে জাহাঙ্গীর আলমের বাড়ি নীলফামারী ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপারা গ্রামে।

তিতপারা গ্রামের লতিফুর রহমানের পাঁচ ছেলের মধ্যে জাহাঙ্গীর চতুর্থ। নিহতের খবর শুনে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায়, বাকরুদ্ধ হয়ে পড়ে আছেন বাবা লতিফর রহমান। বিছানায় কাতরাচ্ছেন মা গোলেনুর বেগম। স্ত্রী শিমু আক্তারও স্তব্ধ। জাহাঙ্গীরের বড় ভাই সেনাবাহিনীর কর্পোরাল আবুজার রহমান জানান, জাহাঙ্গীর ২০১৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান। গতকাল ভোর ৪ টার দিকে (বাংলাদেশ সময়) মাটিতে পুতে রাখা বোমা বিস্ফোরণে তিনিসহ তিন বাংলাদেশি সেনা প্রাণ হারান। এ ছাড়া আহত হয়েছেন ২ জন।

গতকাল সকালে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে জাহাঙ্গীরের মৃত্যুর খবর নিশ্চিত করেন বলে জানান তার ছোট ভাই বাদশা। বড় ভাই আবুজার দ্রুত জাহাঙ্গীরের লাশ দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

এসএম

Link copied!