Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

লক্ষ্মীপুরে মেরিটশো বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭শ‍‍` শিশু শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

অক্টোবর ২৮, ২০২২, ০৩:১৪ পিএম


লক্ষ্মীপুরে মেরিটশো বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৭শ‍‍` শিশু শিক্ষার্থী

লক্ষ্মীপুরে মেধা প্রতিযোগিতা প্রদর্শনে মেরিটশো বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৭শ‍‍` শিশু শিক্ষার্থী।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হয়।

এসময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির প্রধান চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. জসীম উদ্দিন জানান, প্রতিবছরই পৃথকভাবে ৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রত্যেক বছরই লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অন্তত ৪০টি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

উল্লেখ্য, আইডিয়াল মেমোরিয়াল অর্গানাইজেশন (ইমো) নামীয় একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান বিগত ৫ বছর থেকে মেরিটশো বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। ৩টি গ্রেডে এই পরীক্ষায় বৃত্তি প্রদান করা হয়।

৭০-৭৯ সাধারণ গ্রেড, ৮০-৮৯ প্রথম গ্রেড ও ৯০-১০০ ট্যালেন্টপুল। আগামী ০৯ ডিসেম্বর দুপুরে উক্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

Link copied!