ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুন, গ্রেপ্তার ২

ফুলপুর প্রতিনিধি

ফুলপুর প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২২, ০২:৩৫ পিএম

ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুন, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনায় প্রধান দুই আসামি আজমান আলী পাঠান (৫০) ও তার ছেলে মন্জুরুল হক পাঠান (২২)কে গ্রেপ্তার করেছে পিবিআই।

জানা যায়, সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামের নুরুল ইসলাম ফসল রক্ষার জন্য তার কৃষি জমিতে বেড়া দেন। এতে যাতায়াত সমস্যায় চাচা আজমান আলী পাঠান ও তার ছেলে মন্জুরুল হক পাঠান এসে বাধা দেন।

এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে চাচা আজমান আলী পাঠান ও তার লোকজনের হামলায় নুরুল ইসলাম ও তার পুত্র মারুফ পাঠান আহত হন।

পরে আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মাহমুদুল হাসান বাদী হয়ে ৬ দজনের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার এর তত্বাবধান ও দিক নির্দেশনায় পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগিতায় পিবিআই, ময়মনসিংহ জেলার চৌকস টিম উক্ত হত্যাকান্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

পিবিআই ময়মনসিংহ টিম ছায়া তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় (৮ নভেম্বর) মঙ্গলবার সকাল ৭ টায় গাজীপুর শহর হতে আসামীদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার এসপি মোঃ রকিবুল আক্তার বলেন, পিবিআই ময়মনসিংহ জেলা চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের ছায়া তদন্ত শুরু করে হত্যাকান্ডের মূল আসামীদ্বয়কে গ্রেপ্তার করেছে। এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, পিবিআই ময়মনসিংহ জেলার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত প্রচেষ্টায়, পিবিআই গাজীপুর ও পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় মাত্র ১৮ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকাণ্ডের মূল আসামীদ্বয়কে গ্রেপ্তার করা সম্ভব হয়।

Link copied!