ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বরিশালে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা বিক্রির হাট

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

নভেম্বর ১২, ২০২২, ০৩:৩৭ পিএম

বরিশালে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা বিক্রির হাট

আর মাত্র ৮দিন পর শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ফুটবলের সবচেয়ে বড় আসর কাতার বিশ্বকাপ-২২)। দেশব্যাপি কোটি কোটি ফুটবলপ্রেমি দর্শক তাকিয়ে আছে এবারের আসরের উদ্ধোধনী অপেক্ষার প্রহর গুনছে। এদিক থেকে একসময়ে বিভাগীয় শহর বরিশালে যে ক্রিড়ামোদি দর্শক দেশীয় ফুটবলে মোহামেডান-আবাহনী ছাড়া বিশ্ব অঙ্গণে আর্জেটিনা ও ব্রাজিলের ভক্ততায় ছিল তা অনেকেই এখন বয়সের ভাড়ে ও বিভিন্ন ব্যাস্থতার কারনে এখন আর তারা আগের মত পাড়া-মহল্লায় সে রকম উম্মাদনায় সময় দিতে পারছে না।

এছাড়া বর্তমান প্রজন্ম কোচিং ও মোবাইল-ইন্টারনেট, গেম সহ বিভিন্ন চ্যাটিংয়ে ব্যাস্ত হয়ে পড়ায় খেলা-ধুলায় তাদের মন-মানসিকতা অনেকটা আকর্ষন নেই। শুধু একমাত্র ক্রিকেট খেলা হলে নগরীর কতিপয় যুবক দর্শক চোখে পড়ে তাও যদি বাংলাদেশ দল সফলতা অর্জন করে। এছাড়া ফুটবলের প্রতি তেমন আনন্দ চোখে দেখা যায় না।

অন্যদিকে দেশীয় ফুটবল লীগ খেলায় আবাহনী ও মোহামেডানের খেলায় যে ধরনে পূর্বে রেডিওতে ধারা বর্ননা কড়া হত তা না থাকার কারনেই এবং বরিশালের পাড়া-মহল্লায় খেলা-ধুলার মাঠ সংকট। স্থানীয় ফুটবললীগ ঠিকমত না হওয়ার কারনে বরিশালে বর্তমান প্রজন্ম অনেকটাই খেলা-ধুলার আনন্দ-উম্মাধনা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে বলেই ত্রিড়ামোদিরা মনে করছেন। বিশ্বকাপ ফুটবল পতাকা বিক্রয়কারী মোঃ শাহাদৎ হোসেন বেশ কয়েকটি বিশ্বকাপ ফুটবল উদ্ধোধনী অনুষ্ঠানের কম পক্ষে ১৫ থেকে ২০ দিন পূর্বে ঢাকা রায়ের বাজার থেকে বরিশালে পতাকা বিক্রি করতে আসেন।

শাহাদৎ হোসেন নগরীর বিবির পুকুর পাড় পতাকা বিক্রিকালে বলেন, গত ফুটবল বিশ্বকাপে বরিশালে পতাকা বিক্রি করতে এসে যেধরনের ফুটবল প্রেমি দর্শক ও পতাকাক্রয়কারী দর্শক দেখেছেন এবছর ৮দিন হয়েছে। তাতে আগের মত তেমন পতাকাক্রয়কারী ফুটবল ভক্ত দর্শক চোখে এখনও পড়েনি। এ ব্যাপারে শাহাদৎ হোসেন মনে করেন, এখনও একটি ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে অধিকাংশ যুবক শ্রেণির ক্রিড়ামোদি দর্শক ওদিকে ঝুকে আছে। ক্রিকেট ফাইনলা হয়ে গেলে হয়ত বাকি দিনগুলোতে পতাকা বিক্রির সংক্ষা বাড়তে পারে বলে ধারনা করছেন। বরিশালে কোন দলের পতাকা ক্রয়কারী দর্শক অছে জানতে চাইলে সে বলে এখন পর্যন্ত যত পতাকা বিক্রি হয়েছে তাতে আর্জেটিনার পতাকা বেশি বিক্রি হচ্ছে। তার পরেই রয়েছে ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানী, স্পেন, সৌদির পতকা বিক্রি করছেন। 

এখানে তিনি বলেন, আর্জেটিনা ও ব্রাজিলের ১২ফুট দৈর্ঘ পতাকা ১২০০ টাকা, বাকি বিভিন্ন দেশের ৫ফুট দৈর্ঘ পতাকা ১৫০ টাকা দরে বিক্রি করছেন।

শাহাদৎ আরো বলেন, প্রথম কয়েকদিন ১ হাজার থেকে দেড় হাজার টাকার পতাকা বিক্রি হলে এখন বিক্রির পরিমান বেড়ে ৩ হাজার টাকায় উঠেছে সামনে বিক্রির বাড়তে পারে বলে মনে করছেন। বরিশালে আগে বিশ্বকাপ ফুটবল শুরুর পূর্বে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশের সমর্থক দর্শক যুবক শ্রেনিরা পতাকার যে প্রতিযোগীতা লিপ্ত হত তা এখন কেন দেখা যায় না এ বিষয়ে টেলিভিশন ও বেতারের ক্রিড়া ভাষ্যকার সফিকুল ইসলাম বলেন, বর্তমানে ক্রিকেটের বিশ্বকাপ খেলা চলার কারনে বর্তমান প্রজন্ম যুবক ছেলেরা অনেকেই সেদিকে নজর থাকার কারনে এবার হয়ত বিশ্ব ফুটবলের দিকে নজর দিতে পাড়ছে না। এছাড়া বরিশালের বর্তমান প্রজন্ম ফুটবলের চেয়ে ক্রিকেট খেলার দিকে বেশি ধাপিত হয়ে পড়ায় আগের মত ফুটবলের প্রতি তাদের আকর্ষণ আগ্রহটা কমে গেছে। এছাড়া তিনি মনে করেন এই ফুটবলের প্রতি নতুন করে বর্তমান প্রজন্মকে ফিরিয়ে আনতে হলে তৃনমুল গ্রাম প্রর্যায়ে থেকে শুরু করে প্রতিটি এলাকা ও পাড়া মহল্লার ক্লাবে খেলা-ধুলার চর্চা তৈরী ও নিয়মিত ফুটবল টুর্নামেন্ট না থাকার কারনে দর্শক সৃষ্টি হচ্ছে না।

তিনি আরো বলেন, ৭০ ও ৮০ দশকে প্রাক্তন খেলোয়াররা খেলা অনেকেই ক্লাবে বসে দেখার পাশাপাশি সমর্থকরা তারা তাদের পরিবারের সদস্যরা একত্রে ঘড়ে বসে টিভিতে খেলা দেখত এখন কিন্ত দেশের বিভিন্ন এলাকায় এসব দৃশ্য আগের মত দেখা যায় না।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়োগ কৃর্ত বরিশাল বিভাগ ও জেলা ফুটবল তৈরী কারিগর (কোচ) মশিউল আলম স্বপন বলেন, একইতো দেশের সার্বিক পরিস্থিতি ভাল না। অপরদিকে ঝালকাঠী জেলার নলচিঠি ডিগ্রি কলেজের প্রখম বর্ষের শিক্ষার্থী মোঃ আশিক বলে প্রতি বছরের মত আমি আর্জেটিনা ফুটবল দলের সমর্থক বলেই বরিশাল নগরীর বিবিরপুকুর পাড়ে প্রিয় দলের পতাকা কিনতে আসছি। এবং এবার বিশ্বকাপ আর্জেটিনা ঘড়ে নেবে বলে সে বিশ্বাস করে।

কেএস 

Link copied!