Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪,

প্রশাসনের অভিযানে ৩০ মিটার চায়না জাল ধ্বংস

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২২, ০৭:০৪ পিএম


প্রশাসনের অভিযানে ৩০ মিটার চায়না জাল ধ্বংস

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩০ চায়না জাল জব্দ করেছে প্রশাসন। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার  খালিয়াজুরী ধনু নদীতে নিষিদ্ধ জাল বিরোধী অভিযান চালানো হয়।  অভিযানে নিষিদ্ধ ৩০টি চায়না জাল জব্দ করা হয়। পরে  স্থানীয়দের সামনেই এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইউএনও রুয়েল সাংমা বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কেএস 

Link copied!