Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কালাইয়ে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২২, ০৬:৩৫ পিএম


কালাইয়ে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

বিদ্যুৎ ও পানির অপচয় রোধ করি এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাইয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ দু‍‍`দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় ঢাকা এর সহযোগীতায় এবং কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২২(নভেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোছা.জান্নাত আরা তিথি এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে মেলার ষ্টল পরিদর্শন করেন।

এসমসয়  উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া  সুলতানা, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. মাহমুদুল হাসান , কালাই থানা ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন প্রমূখ।

এবারের বিজ্ঞান মেলায় ২০টি ষ্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান ভিত্তিক আবিষ্কার নিয়ে স্টল সাজিয়েছেন।

এআই

Link copied!