Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

হাতীবান্ধা প্রতিনিধি

হাতীবান্ধা প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২২, ০৪:৩৯ পিএম


বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ‍‍`র নির্যাতনে সাদ্দাম হোসেন (৩১) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (২৭ নভেম্বর) ভোরে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী সীমান্তে ৯০১ নং সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। মৃত্যু সাদ্দাম হোসেন একই ইউনিয়নের ভুটিয়ামঙ্গল এলাকার আছির উদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন সাদ্দাম হোসেনসহ তার সঙ্গীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে নির্যাতন করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে।

গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা জানান, তিনি লাশ দেখেছেন। শরীরে আঘাতের চিহৃ রয়েছে। লোকমুখে শুনেছেন সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফ’র হাতে নির্যাতনের শিকার হয়েছেন।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস ও হাতীবান্ধা থানার ওসি শাহা আলম সাদ্দাম হোসেনের বাড়ি পরিদর্শন করেন। পুলিশ জানায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নির্যাতনে তার মৃত্যু হয়েছে। শরীরে আঘাতের চিহৃ রয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

কেএস 

Link copied!