Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন: ২১ সদস্য কমিটি গঠন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২২, ০৫:০৬ পিএম


কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন: ২১ সদস্য কমিটি গঠন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার (২৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক  সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ আকবর আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম।

আব্দুল আলীম অভি এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা সভাপতি শাহজাহান মিয়া, ইমরান হোসেন হান্নান, ইউনুছ আলী, আজিজুর রহমান আজিজ, দেলোয়ার হোসেন, মীর সোহেল মিয়া সহ সকল সদস্যগণ।

পরে দৈনিক ইত্তেফাক পত্রিকার কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা আরিফ হোসেন খোকনকে সভাপতি ও ডেইলি টাইমস অব বাংলাদেশ পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আব্দুল আলীম অভিকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ ও ৭১ বাংলা টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী নির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন, সি: সহ সভাপতি ইমরান হোসেন হান্নান (দৈনিক ভোরের পাতা), সহ-সভাপতি মো. ইউনুছ আলী, (দৈনিক দিনকাল) ও মো. আজিজুর রহমান,  (মাইটিভি/ভোরের ডাক), সহ-সাধারণ সম্পাদক  আব্দুল মান্নান, বাংলা টিভি/ ইনকিলাব ),যুগ্ম সম্পাদক নাজমুল হাসান (মানবজমিন ), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব আল আরাফাত (আজকের পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জিল্লুর রহমান (দৈনিক মুক্ত বলাকা) অর্থ সম্পাদক, খোরশেদ আলম (প্রতিদিনের সংবাদ), দপ্তর  সম্পাদক মো. আমিনুল ইসলাম (দৈনিক গণকণ্ঠ), ধর্মীয় সম্পাদক মো. মীর সোহেল মিয়া (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ), সাংস্কৃতিক সম্পাদক মো. মনিরুজ্জামান (দৈনিক কালবেলা), তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান (দৈনিক ঢাকা টাইমস), সমাজ কল্যাণ  সম্পাদক আজহারুল ইসলাম লিখন (দৈনিক বাংলাদেশ বুলেটিন), মানব সম্পদ সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ (দৈনিক ঢাকার ডাক), সাহিত্য সম্পাদক মো. আবু হানিফ হীরা (দৈনিক একুশের বানী), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মহসিন উজ্জামান (দৈনিক আমাদের কণ্ঠ), নির্বাহী সদস্য  মো. আফজাল হোসেন (মুভি বাংলা টিভি ও মো. মনিরুজ্জামান মনির (দৈনিক গণ মানুষের আওয়াজ)।

কেএস 

Link copied!