Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

তাড়াইলে ৭ ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৮:০৯ পিএম


তাড়াইলে ৭ ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ৩০ নভেম্বর বুধবার বিকেল ৩ টার দিকে তাড়াইল থানা পুলিশের উদ্যোগে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা রোধসহ সকল ধরনের অপরাধ দমনকল্পে জনসচেতনতা বাড়ানোর জন্য বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

৫নং দামিহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)কিশোরগঞ্জ।

৭নং তাড়াইল- সাচাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), কিশোরগঞ্জ।

৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কিশোরগঞ্জ।

২নং রাউতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আবু বক্কর সিদ্দিকি পিপিএম, পুলিশ পরিদর্শক, কিশোরগঞ্জ সদর কোর্ট।

৬নং দিগদাইড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা তাড়াইল থানা।

৩নং ধলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামসুর রহমান, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা কিশোরগঞ্জ।

১নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মিজানুর রহমান পুলিশ পরিদর্শক (তদন্ত) তাড়াইল থানা।

অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বৃন্দ। তাছাড়া উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজ, গ্রাম পুলিশ, সাধারণ জনতাসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, বিভিন্ন রকম অপরাধ দমনকল্পে জনসচেতনতা বাড়ানোর জন্যই কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যারের নির্দেশে তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নে বুধবার বিকেলে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের একার পক্ষে সম্ভব নয় সমাজ থেকে অপরাধ দমন করা আপনারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা না করেন।জেলা পুলিশসহ তাড়াইল থানার পুলিশ সমাজ থেকে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড দমনকল্পে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসএম

Link copied!