ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad

শ্রীপুরে বিএনপি’র ২৩ নেতাকর্মীর নামে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২২, ০৮:২৫ পিএম

শ্রীপুরে বিএনপি’র ২৩ নেতাকর্মীর নামে মামলা

গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ককটেল হামলার ঘটনায় শ্রীপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুব হাসান বাদী হয়ে শ্রীপুর থানায় এ মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা (৫০), শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সিংগারদিঘী গ্রামের শামীম মোড়লের ছেলে জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল (২৭), ছাত্রদল নেতা বাপ্পি সরকার (২৫), সজিব শিকদার (২৫), শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান (৪০), মাছুম (২৮), শিপন (৩৬), সালাম শেখ (৪০), নাজমুল শেখ (২৮), আল-আমিন (৩৮), শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান মন্ডল সোহেল (৪৫), সোহেল ফকির (৪২), সুমন আহমেদ আকন্দ (৩৫), শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সরোয়ার হোসেন শেখ (৪০), মাসুম (২৭), মমিন সরকার (২৭), সাদ্দাম, সেলিম, আলম (৪৫), রবিন আহমেদ (২৫), ইফরান (২৫), তানভীর (২৫), মোবারক হোসেন শ্যামল (৪৫)।

মামলার বাদী শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুব হাসান বলেন, সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টায় বিশ্বকাপ খেলা দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ি থেকে মাওনা চৌরাস্তার উদ্দেশে রওনা হয়। মহাসড়কের পাশে গিলারচালা এলাকার জমজম সুপার মার্কেটের মায়ের দোয়া হোটেলের সামনে পৌঁছলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত মোড়লের নেতৃত্বে ২৫/৩০ জন ছাত্রদল নেতাকর্মীরা লাঠি-সোঠা ও রড নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হঠাৎ হামলার ঘটনায় নেতাকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে। এসময় তিন-চারটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী হৃদয়, সিয়ামসহ ৪/৫ জন নেতাকর্মী আহত হয়। আহতদের ডাক চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।  

শ্রীপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা ও মামলার প্রধান আসামি শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিফাত মোড়ল বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। এ ধরনের হামলার কোন ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আনিছুর আশেকীন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করা হয়। ছাত্রলীগ কর্মীদের ওপর ককটেল হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসএম

Link copied!