Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২২, ০২:১৮ পিএম


সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়। সোমবার (১২ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সরিষাবাড়ী মুক্ত দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউসি পপুলার মোড়ে মুক্তিযোদ্ধা স্মরণী এসে  এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুজাত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!