ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

অভয়নগরে সরিষা ফুলের সমারোহ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২২, ০৮:২১ পিএম

অভয়নগরে সরিষা ফুলের সমারোহ

যশোরের অভয়নগর উপজেলায় সরিষার বিশাল আবাদ হয়েছে। হলুদ সরিষায় রঙিন প্রকৃতি। হলুদে হলুদে ছেয়ে গেছে চারিদিকে। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ। সরিষা ফুলের এমন সমাহরে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণ করা মৌয়ালরা। বাড়তি উপার্জনে স্বপ্নে বিভোর তারা। সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার আটটি ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে। মাঠের পর মাঠ দেখা মিলবে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর উপজেলার ১৭.৪৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় ২৫০ হেক্টর বেশি এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ হাজার ৫ শত মেট্রিক টন। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বেশি ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা।

তারা বলছেন, বিগত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ খুব ভাল হয়েছে। সরিষার আবাদের সাথে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরন করা মৌয়ালরা অনেক খুশি। গত বছরের তুলনায় এবার সরিষার খেত থেকে দুই তিন গুন মধু বেশি পাব বলছেন মধু আহরন কারিরা।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৪ হাজার চাষীকে বীজ, সার সহয়তা প্রদান করতে পেরেছি, একই সাথে আমাদের মৌবস্ক স্থাপন করা হয়েছে যাতে করে আমরা প্রচুর পরিমানে মধু উৎপাদন করতে পারি এবং এই সরিষার ফলনটা বৃদ্ধি পায়।

কেএস 

Link copied!