Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

পাটুরিয়া-দৌলতদিয়ায়

সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২২, ১১:২৭ এএম


সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১টা থেকে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

পারাপারের জন্য ঘাট এলাকায় বাস ও ট্রাক সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ঘাট থেকে নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে।

ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে মানুষজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

আরিচা কার্যালয় বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম রহমান গণমাধ্যমকে বলেন, ‘গতকাল শুক্রবার রাত ১টা থেকে ঘন কুয়াশায় নৌ-পথ দেখা না গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমতে থাকলে সকাল সাড়ে ১০টায় দুই নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।’

এআই

Link copied!