Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

নওগাঁয় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৩, ০২:২৯ পিএম


নওগাঁয় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস

নওগাঁর ১১ উপজেলার উপর দিয়ে গত কয়েক দিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। পৌষের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন অচল হয়ে পড়েছে। 
বুধবার (১১ জানুয়ারি) নওগাঁয় বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলার বদলগাছীতে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, ঠাণ্ডার প্রকোপ আরও বেশ কয়দিন থাকতে পারে। 
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে ঠান্ডজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধদের চাপ বেড়েছে।

এআরএস
 

Link copied!