ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে অর্থ আদায়

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৩, ১২:০৪ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে অর্থ আদায়

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
সারাদেশে ন্যায় পহেলা জানুয়ারি থেকে থানচিতে স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয়। স্বাভাবিকভাবেই স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হলেও থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উয়ইনু মারমা বিরুদ্ধে নিজের খেয়াল খুশিমতো স্কুল ভর্তির সময় শিক্ষার্থীদের কাছে টাকা নেয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে মনাই পাড়া হ্লাঅংপ্রু মারমা বলেন, বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার মেয়ে ছাইংএনু মারমা কে পঞ্চম শ্রেণীতে ভর্তি করালাম।  ভর্তির সময় অন্যরা যেভাবে টাকা দিতে হয়েছে আমিও সেভাবে ১৫০ টাকা দিয়ে ভর্তি করেছি।
হিন্দু পাড়া বাসিন্দা বলিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি বিদ্যেৎসাহী সদস্য সজল কর্মকার বলেন, আমার মেয়েকেও বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভর্তি করেছি। ভর্তির সময় ১৫০ টাকা দিতে হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিকৃত অভিভাবক বলেন, এই স্কুলে অনেক অনিয়ম আছে, তবুও বলার কেউই নেই। আর অভিযোগ করেও লাভ কি, কোনো পরিবর্তন হবে না। গরীব মানুষ। বাধ্য হয়েই আবারো আমার মেয়েকে এই স্কুলে ভর্তি করেছি। ভর্তির সময় ১৫০ টাকা দিতে হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, ভর্তির সময় টাকা নেয়ার বিষয়ে আমাদের মতামত নেয়া হয়নি। এটা প্রধান শিক্ষিকার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, টাকা নেয়ার বিষয়টি আমাদের কোনো ভূমিকা নেই।

এ নিয়ে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উয়ইনু মারমাকে জানতে চাইলে তিনি বলেন, দুর্যোগের জন্য ৫০ টাকা আর উপবৃত্তির জন্য অগ্রিম ফরম ফিলাপ বাবদ ১০০ টাকা নিচ্ছি।

এ নিয়ে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. আকতার হোসেন বলেন, স্কুলে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছে টাকা নেয়ার কথা শুনেছি। টাকা নেয়ার বিষয়ে ম্যানেজিং কমিটির কোনো আলোচনা কিংবা সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আমার জানা নাই। এটা প্রধান শিক্ষিকার ব্যক্তিগত সিদ্ধান্ত।

এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ত্রিরত্ন চাকমা বলেন, ১ম ও ২য় শ্রেণীর পুরো সেট বই দয়া হয়েছে। ৩য়, ৪র্থ ও পঞ্চম শ্রেণীর দুটি বই দেয়া হয়ে হয়েছে, গতকাল ধর্মবই চলে এসেছে। বাকিটা জেলা থেকে পাঠানো হলে সবগুলো বই দেয়া হবে। ১ম থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত প্রাথমিক পর্যায়ের স্কুল ভর্তি সম্পূর্ণভাবে সরকারি খরচে। সেশন পরিক্ষা নির্ধারিত ফি ছাড়া ভর্তি সংক্রান্ত কোনো টাকা পয়সা নেয়া হয় না। কেউ টাকা নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!