Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ মে, ২০২৪,

মোহনগঞ্জে ‘হাওরভাতা’ দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:২২ পিএম


মোহনগঞ্জে ‘হাওরভাতা’ দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাওরভাতা প্রদানের দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ তিন শতাধিক সরকারি চাকরিজীবী অংশ নেয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মু. রানা আসিফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল জিয়া, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পরিবার পরিকল্পনা দপ্তরের অবসরপ্রাপ্ত  ইউনিয়ন পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার, মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা উসমানি, সহকারি শিক্ষক তানবীর হাসান, সাকুরা কনক, পরিবার পরিকল্পনা সহকারি আবুল কালাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার সবচেয়ে বড় হাওর ডিঙ্গাপোতা এ উপজেলায় অবস্থিত। বছরের প্রায় ৭-৮ মাসই এ উপজেলার চার তৃতীয়াংশ এলাকাই পানিতে নিমজ্জিত থাকে। এ সময় এ উপজেলায় দায়িত্বে থাকা সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে চরম কষ্টের শিকার হতে হয়। শুধু তাই নয় যুগ যুগ ধরে আমরা অর্থনৈতিকভাবেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। তাই আজ আমরা আমাদের এ উপজেলার সরকারি সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য দ্রুত হাওর ভাতা চালু করা জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন তারা।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল জিয়া বলেন, হাওর এলাকার সরকারি চাকুরিজীবীরা নানা সমস্যা পোহান। যাতায়তেও অতিরিক্ত খরচ হয়। তাই এসব এলাকার চাকরিজীবীদের হাওরভাতা হিসেবে মূল বেতনের ২০ শতাংশ অতিরিক্ত দেওয়া হয়। গত ডিসেম্বরে পাশের মদন উপজেলায় হাওরভাতা চালু হলেও আমাদের উপজেলায় এ ভাতা এখনো চালু হয়নি। অথচ মোহনগঞ্জ হলো হাওরের রাজধানী। এখানেও দ্রুত এ ভাতা চালু হওয়া উচিত বলে মনে করেন তিনি।

কেএস

Link copied!