Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

বুড়িচংয়ে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৩, ০৮:০০ পিএম


বুড়িচংয়ে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের সোনাইসার গ্রামে মাটি ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অবৈধ ভাবে কৃষি জমির মাটি কাটা ও বিক্রির দায়ে স্থানীয় রফিকুল ইসলাম রবিউল কে এ অর্থদণ্ড প্রদান ও নগদ আদায় করা হয়। এসময় জব্দ করা হয় ট্রাক্টর ও মাটি।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, কৃষি জমির মাটি কাটা এবং জমির শ্রেণী পরিবর্তন করা অপরাধ। বেশ কদিন ধরেই দিনে ও রাতে গোপনে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে ফসলী জমির মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ আসছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে উপজেলা প্রশাসন আবাদী বা ফসলী জমি নষ্ট করে মাটি কাটা বন্ধ ও কৃষি জমি রক্ষায় অভিযান পারিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বুড়িচং থানা পুলিশের সহায়তায় সোনাইসার এলাকায় অভিযান চালানো হয়। সত্যতা পাওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আর কখনো মাটি না কাটার অঙ্গীকার করে মুচলেকা দেয়ায় জব্দকৃত (ট্রাক্টর) গাড়ি ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত মাটি ষোলনল ইউনিয়ন পরিষদে রাখা হয়।

কোন অজুহাতেই কৃষি জমির মাটি কাটা, বিক্রি ও জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। অবৈধ এমন কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

আরএস

Link copied!