Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

হরিরামপুরে ডিবির অভিযানে ৩ টি ড্রেজারসহ আটক ৭

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

জানুয়ারি ২৭, ২০২৩, ১২:৪১ পিএম


হরিরামপুরে ডিবির অভিযানে ৩ টি ড্রেজারসহ আটক ৭

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ড্রেজারসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুলশুড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে ডিবি।

শুক্রবার (২৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ডিবি পুলিশ।

জেলা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল উপপরিদর্শক (নিরস্ত্র) হাকিম মোল্লার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে হরিরামপুর উপজেলার ধুলশুড়া ঘাটের ৫০০ গজ পশ্চিমে পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আনুমানিক তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিনটি ড্রেজারসহ সাতজনকে আটক করে।

আটককৃতরা হলেন-১. ভোলার সদর উপজেলার পশ্চিম চরপাতা (পশ্চিম ইলিশা) গ্রামের মো. নাছির মোল্লার ছেলে মো. মনির হোসেন (২৫), ২. গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী (হিরন) গ্রামের মৃত আ. আজিজ শেখের ছেলে মো. আ. সালাম (৫৫), ৩. বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর দাইয়া (আলিমাবাদ) গ্রামের মৃত জামাল রাঢ়ীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), ৪. পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলার সোহাগদল গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. ইয়াছিন ওরফে মুন্না (২২), ৫. বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গাগরিয়া (আলিমাবাদ) গ্রামের মৃত আবুল কাশেম মাঝির ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), ৬. ভোলার সদর উপজেলার পূর্ব চর নন্দনপুর (পশ্চিম ইলিশা) গ্রামের আ. মালেক বেপারীর ছেলে মো. ইউসুফ (২৪) এবং ৭. নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার আলবদী (উলুকান্দি মাদ্রাসা) গ্রামের মো. বজলু রহমানের ছেলে মো. আক্তার কাজী (৩৫)।

এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএস

Link copied!