মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৩:৪৫ পিএম
মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৩:৪৫ পিএম
মাগুরা মহম্মদপুরে নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের দিনব্যাপী বন্ধু মিলন মেলা চলছে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে উক্ত ব্যাচের বন্ধু মিলন মেলার সাবেক শিক্ষার্থীরা নহাটা বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে তাদের প্রাণের বিদ্যাপীঠ নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ী শিলাইদাহ, লালন সাঁইজির মাজার ছেউড়িয়া ও আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক কুষ্টিয়ার উদ্দেশ্যে বন্ধু মিলন মেলা ২০০০ সনের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা বন্ধুদের নিয়ে বিনোদন ভ্রমণে বের হন।
এ বিষয়ে কথা হয় এসএসসি ২০০০ ব্যাচের বন্ধু মিলন মেলা আয়োজক হেলাল উদ্দিন, আমিনুর রহমান ও জিয়াউর রহমানের সঙ্গে।
তারা জানান, দীর্ঘদিন ধরে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ না থাকায় আমরা একত্রিত হওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছি। এবং অনেক বন্ধু বা শিক্ষক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদেরকে স্মরণ করা। এছাড়া যারা জীবিত আছেন তাদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলা।
এআরএস