Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণ হয়ে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৬:৪১ পিএম


ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণ হয়ে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জ ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণ হয়ে স্বামী-স্ত্রীসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। এ সময় আগুন বিস্ফোরণ হয়ে ঘরের দরজা জানালা উড়ে গিয়ে চুর্ণ বিচুর্ণ হয়ে যায়। পাশের ভবনের ও কয়েকটি জানালা ভেঙে গেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ফতুল্লার রামারবাগ এলাকায় শাহানাজ বেগমের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন, গার্মেন্টস কর্মী আলআমিন (৩০) তার স্ত্রী সুখি আক্তার (২৫), পাশের ভবনের ভাড়াটিয়া আলেহা বেগম (৬০), তার ছেলে জামাল (৪০) ও রাজমিস্ত্রী রফিক মিয়া (৪৫)। আগুনে দ্বগ্ধদের মধ্যে আলআমিন ও সুখি আক্তারের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের ৯০-৯৫ ভাগ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির মালিক শাহনাজ বেগমের দুতলা ভবনের নিচ তলায় আলআমিন থাকেন। এখানে রান্না করার জন্য গ্যাসের চুলা রয়েছে। দুপুরে খাওয়ার জন্য বাড়িতে আসলে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে আলআমিন ও তার স্ত্রীর বুক মুখ ও শরীরের বেশীর ভাগ জলসে যায়। এছাড়াও পাশের ভবনের ভাড়াটিয়া আলেহা বেগম তার ছেলে জামাল ও রাজমিস্ত্রী রফিক মিয়া সামান্য দ্বগ্ধ হয়। 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনা স্হলে উপস্থিত হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের  সহকারী পরিচালক ফকরুদ্দিন জানান, তাৎক্ষণিক কিছু বলা যাবে না, তদন্তে শেষে সব কিছু জানানো হবে।

কেএস 

Link copied!