ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কুষ্টিয়ায় আজ থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী লালন স্মরণোৎসব

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া প্রতিনিধি

মার্চ ৪, ২০২৩, ১০:২৩ এএম

কুষ্টিয়ায় আজ থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী লালন স্মরণোৎসব

শনিবার (৪ মার্চ) থেকে তিনদিন ব্যাপী শুরু হচ্ছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় লালন স্মরণোৎসব। এ্ উপলক্ষে ছেঁউরিয়ার  কালিগাং নদী পারে বিশাল লালন মঞ্চের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৪, ৫ ও ৬ মার্চ প্রতিদিন সন্ধ্যা পনে ৭ টায় ওই মঞ্চে লালনের জীবনীর উপর আলোচনা সভা ও লালন সংগীত অনুষ্ঠিত হবে। তিন দিনের এই অনুষ্ঠানে লালন মেলারও আয়োজন করা হয়েছে।

লালন একাডেমীর আয়োজনে লালন স্মরণোৎসবে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, র‌্যাব এর পাশাপাশি সাদা পোষাকে থাকবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

এদিকে  লালন স্মরণোৎসবকে ঘিরে দেশ বিদেশ থেকে সাধু ভক্তরা ইতিমধ্যে লালন মাজার চত্বরে আসতে শুরু করেছে। আগামী ৬ মার্চ  দুপুর পর্যন্ত লালন অনুসারী ভক্তবৃন্দরা  লালন মাজার চত্বরে উপস্থিত হবে লালনের ধামে। লালনের মুল অনুষ্ঠান দোল পূর্ণিমায় অনুষ্ঠিত হবে। ৬মার্চ সন্ধ্যায় অধিবাসন, ৭মার্চ সকালে বাল্য সেবা এবং দুপুরে পূর্ণ সেবার মাধ্যমে লালন স্মরণোৎসব শেষ করে ভক্তবৃন্দরা যারযার দেশে সেই সেই ফিরে যাবে।

লালনের জীবনদশায় দোলন পূর্নিমার রাতে সাধুদের নিয়ে রাত ভোর আধ্যাতিক গান বাজনা করতেন। ১৮৯০ সালের ১৭ অক্টোবর ১লা কার্তিক লালনের মৃত্যুর পর তারই ধারাবাহিকতায় দোল পূর্নিমার অনুষ্ঠান হয়ে আসছে।

৪মার্চ সন্ধ্যা  পনে ৭টা লালন একাডেমীর সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে লালন মঞ্চের উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় সংসদের সদস্য (কুষ্টিয়া-৩)  ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক  মো. মাহাবুব উল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় সংসদ সদস্য ( কুষ্টিয়া-৪ )  ব্যারিস্টার সেলিম  আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খায়রুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি  আলহাজ মো. সদর উদ্দিন খান,  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার চেয়ারম্যান মো. সামছুজ্জামান অরুনসহ কুষ্টিয়ার বিশিষ্ঠ ব্যক্তিবর্গরা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক উপ-উপাচার্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়  ড. শাহিনুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, খাদেম,  লালন মাজার লালন একাডেমীর মোহাম্মদ আলী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  ও সহ-সভাপতি লালন একাডেমী কুষ্টিয়া মোছা.  শারমিন আখতার ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।  রাত সাড়ে ৮টায়  লালন একাডেমীর পরিবেশনায় সংগীত অনুষ্ঠান।

নজরুল ইসলাম মুকুল
কুষ্টিয়া।

 

 

 

Link copied!