ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফতুল্লায় ঘাট ইজারাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মার্চ ৬, ২০২৩, ০৫:৪৫ পিএম

ফতুল্লায় ঘাট ইজারাদারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ফতুল্লার লঞ্চঘাটে পটুয়াখালী থেকে আসা এক নারীর শ্লীলতাহানি সহ দুই যাত্রীকে মারধর কে স্বর্ণালংকার, মোবাইল ও হাস-মুরগি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারের বিরুদ্ধে।

সোমবার (৬ মার্চ) ফতুল্লা মডেল থানার লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ঐ নারী লাবিনা (৩১) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় রিপন (৪২), প্রিতম (৩৬) সহ টোল আাদায়কারী অজ্ঞাতনামা আরো ৭-৮ জনকে আসামি করে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গ্রামের বাড়ী পটুয়াখালী থেকে বাদী তার স্বামী আরিফ ফরাজি (৪০) ও ছোট ভাই মাসুম বিল্লাহ (১৯) লঞ্চযোগে সোমবার সকাল আটটার দিকে ফতুল্লা লঞ্চঘাটে এসে নামে। তারা ঘাট দিয়ে আসার সময় টোল আদায়কারীরা তাদের সাথে নিয়ে আসা হাস-মুরগির জন্য টাকা দাবি করে। তখন বাদীর ভাই টোলআদায়কারীকে ২শত টাকা প্রদান করে। টোল আদায়কারীরা আরো ৩ শত টাকা দাবি করে। এ নিয়ে বাদীর ভাই মাসুম বিল্লাহ ও স্বামী আরিফ ফরাজির সাথে টোল আদায়কারীদের কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে রিপনের নির্দেশে প্রিতম সহ অজ্ঞাতনামা আরো ৭-৮ জন বাদীর স্বামী ও ভাই কে মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় বাদী স্বামী ও ভাই কে বাঁচাতে এগিয়ে এলে হামালকারীরা বাদীকে মারধর করে তার জামা-কাপড় ছিড়ে তার শ্লিতাহানী করে। এক পর্যায়ে হামলাকারীরা বাদীর গলায় থাকা ৯ আনা ওজনের স্বর্নের চেইন এবং ভাইয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এবং সাথে  নিয়ে আসা ৮টি দেশী মুরগি ও ২টি হাস রেখে দিয়ে সাথে থাকা জামা-কাপড়ের ব্যাগ নদীতে ফেলে দেয় অভিযুক্তরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Link copied!