Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

তালতলীতে চেয়ারম্যান পদে হাতপাখার জয়

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৬, ২০২৩, ০৮:৪০ পিএম


তালতলীতে চেয়ারম্যান পদে হাতপাখার জয়

বরগুনার তালতলীতে শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ২ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন বাবুল আনারস মার্কার প্রার্থী পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট।

তালতলী উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার মো. মোস্তফা কামাল বলেন, সকাল ৮.৩০মি. থেকে বিকেল ৪.৩০ মি. পর্যন্ত শারিকখালী ইউনিয়নে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে হাত পাখা প্রতীকের প্রার্থী মো. ফারুক খানকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করো হয়েছে।

এআরএস 

Link copied!