Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

শরীয়তপুর সদর উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

রুপক চক্রবর্তী, শরীয়তপুর (সদর) প্রতিনিধি

রুপক চক্রবর্তী, শরীয়তপুর (সদর) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৩, ০৭:৩৭ পিএম


শরীয়তপুর সদর উপজেলার ১০৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

"মান সম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" এই প্রতিপাদ্য‍‍`কে সামনে রেখে ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক বরাদ্দকৃত শরীয়তপুর জেলার আওতাধীন শরীয়তপুর সদর উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার (১৭ই মার্চ ২০২৩ইং) বিকালে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত ল্যাপটপ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

শরীয়তপুর সদর উপজেলা ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন কর্মসূচিতে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন।

ব্যবস্থাপনায় ছিলেন শরীয়তপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়েনের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা বৃন্দ, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ। 

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ইকবাল হোসেন অপু, সভাপতি জ্যোতি বিকাশ চন্দ সহ উপস্থিত অতিথি বৃন্দ ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় শরীয়তপুর জেলার আওতাধীন শরীয়তপুর সদর উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন। 

উল্লেখ যে, আজ হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। যার কারনে আজ শুক্রবার সরকারি ছুটি থাকা সত্বেও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উক্ত ল্যাপটপ বিতরন কর্মসূচি করা হয়।

আরএস

 

Link copied!