Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৩, ১১:৫৭ এএম


ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০ টায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশের উপকারভোগী পরিবারগুলোর নিকট জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠান থেকে এই জেলাকে ক শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি।

ইতোপর্বে এই জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এদিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭৫ টি, গোমস্তাপুর উপজেলার ৭৫টি এবং নাচোল উপজেলার ৮০ টিসহ মোট ২৩০টি বরাদ্দপ্রাপ্ত গৃহ উপকারভোগী পরিবারের অনুক‚লে হস্তান্তর করা হবে।

মুজিববর্ষ উপলক্ষে এ জেলার পাঁচটি উপজেলায় ১ম পর্যায়ে ১৩১৯ টি, ২য় পর্যায়ে ২৬১৯ টি, ৩য় পর্যায়ে ৬৫১ টি গৃহ ক শ্রেণির পরিবারগুলোকে হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে ২৩০ টিসহ মোট ৪৮১৯ টি গৃহ পাচ্ছে ৪৮১৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। উপকারভোগী পরিবারের অনুক‚লে ২ শতাংশ করে সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে এবং কবুলিয়ত  ও নামজারি প্রক্রিয়া সম্পাদন করা হয়েছে।

ইতোমধ্যে গত ২০২২ সালের ২১ জুলাই অনুষ্ঠিত উপকারভোগী পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হয়।

জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রটি আরো জানায়, ১ম, ২য়, ৩য় ও ৪র্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর ৭৮৪টি, শিবগঞ্জ উপজেলায় ১১৮৮টি, গোমস্তাপুর উপজেলায় ৭৩৩, নাচোল উপজেলায় ৯৯৬ টি ও ভোলাহাট উপজেলায় ১১১৮ টিসহ ‘ক’ শ্রেণিভুক্ত ৪ হাজার ৮১৯টি গৃহের নির্মাণ কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথভাবে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে।

পাঁচ উপজেলা নির্বাহী অফিসারগণের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবপত্র, উপজেলা টাস্কফোর্স কমিটি ও যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক ক শ্রেণিভুক্ত পুনর্বাসনযোগ্য আর কোন পরিবার না থাকায় এই জেলাকে ক শ্রেণির  ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমান খাঁন এইসব তথ্য নিশ্চিত করেছেন।

আরএস
 

 

Link copied!