Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

জয়পুরহাটে ফেনসিডিল ও মদসহ গ্রেফতার -১

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৩, ০৮:১৫ পিএম


জয়পুরহাটে ফেনসিডিল ও মদসহ গ্রেফতার -১

জয়পুরহাট সদরের গঙ্গাদাসপুর এলাকা হতে ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করছে র‌্যাব-৫।

রোববার (১৯ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে সদরের গঙ্গাদাসপুর এলাকা হতে ৩৫৩ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়।

রোববার বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদরের গঙ্গাদাসপুর গ্রামের মৃত কলম বকসে্র ছেলে ফারুক হোসেন (৩০)।

র‌্যাব জানায়, মাদক কারবারি ফারুক হোসেন গঙ্গাদাসপুর এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের একটি বড় চালান আসবে এবং আর রাতে ওই মাদক ঢাকায় বাসে করে অন্য পার্টির কাছে পৌঁছে দেওয়া হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে একটি চৌকশ অপারেশন দল গঙ্গাদাসপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে

আরএস

Link copied!