community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪,

বাঘাইছড়ি এম.এম.সি ইটভাটাকে জরিমানা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৩, ০৭:৪২ পিএম


বাঘাইছড়ি এম.এম.সি ইটভাটাকে জরিমানা

বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় অবস্থিত এম.এম.সি ( MMC) ব্রিক ফিল্ডে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ৩ ঘটিকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ইট ভাটায় অবৈধ ভাবে গাছ পুড়ানোর দায়ে এম এম সি ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বাঘাইছড়ি থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন ব্রিক ফিল্ডে যেন কাঠ পুড়ানো না হয় এবং পাহাড় কেটে ইট তৈরী করা না হয় সে লক্ষে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আরএস

Link copied!