ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কেরানীগঞ্জে প্রতিবন্ধিদের দিয়ে চাদা আদায়, আটক ৪

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৫, ২০২৩, ০৫:২৭ পিএম

কেরানীগঞ্জে প্রতিবন্ধিদের দিয়ে চাদা আদায়, আটক ৪

দেশের বিভিন্ন স্থান থেকে সরল মনা দৃষ্টি প্রতিবন্ধীদের ঢাকায় এনে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার প্রলোভন দেখি তাদের দিয়ে হালাল চাদাবাজি করাতো একটি চক্র। এতিমখানার লিল্লাহ বোডিংয়ের আড়ালে দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়ে চাদা আদায় ও অর্থ আত্নসাৎ করা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। চক্রটি ধর্ম ও প্রতিবন্ধীদের অসহায়ত্বকে পুজি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিলো। 

শুক্রবার(১৪ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিন) মো. আমিনুল ইসলাম।

রাজধানীর কেরাণীগঞ্জের আরশিনগর এলাকার বাড়ী ভাড়া নিয়ে ইহসানিয়া দৃষ্টি প্রতিবন্ধি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নামে নামসর্বস্ব  প্রতিষ্ঠান গড়ে দেশের বিভিন্নস্থান হতে দৃষ্টি প্রতিবন্ধিদের সংগ্রহ করে ঢাকা ও তার আশপাশ এলাকার ধর্মপ্রান মুসলিম ও সহজ সরল জনসাধারণ এর কাছ হতে চাদা উত্তোলন ও টাকা আত্মসাৎ করে আসিতেছিল একটি চক্র। 

চক্রের প্রধান ইয়াসিন হুজুর ওরফে ইয়াসিন ও তার স্ত্রী সিমা আক্তার প্রতিবন্ধী ছাত্রদের পড়াশোনার পাশাপাশি উন্নত খাবার-দাবারের কথা দিলেও তাদের দিয়ে চাদাবাজি করানোই ছিলো প্রধান টার্গেট। মাসে ৫ হাজার টাকা আর নিম্নমানের পচা-গলা খবার ছাড়া এসব প্রতিবন্ধীদের যা জুটত তা কেবলই লাঞ্চনা। অসুস্থ কিংবা যে কোন প্রয়োজনে কিছু লাগলেই কাটা যেতো তাদের বেতন। আর কালেকশন কম হলেই চালাতো নির্যাতন। প্রতিমাসে প্রায় ৩ লাখ টাকা আয় করতো চক্রটি অভিযোগ প্রতিবন্ধী ছাত্র ও পুলিশের।

মাদ্রাসার ৫ দৃষ্টি প্রতিবন্ধী হুজুরের নির্যাতন সহ্য করতে না পেরে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে কেরাণীগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে পুলিশের চৌকস দল ১৩ এপ্রিল বৃহস্পতিবার শাক্তা ইউনিয়নের আরশিনগর সুলতানা রাজিয়া স্কুলের সামনে অভিযান চালিয়ে আসামী মো. ইয়াসিন হুজুর ও তাহার স্ত্রী সিমা আক্তারকে চাঁদা উত্তোলনের নগদ পাঁচ হাজার একশ টাকা ও চাঁদা আদায়ের ১টি রশিদ বহি, লিফলেট পেপার ও ভিজিটিং কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মিলন ইসলাম রাজু(২২) আলি আজম(৩০) মো. হাসিবুল ইসলাম(২০)  জাহিদ(২৫) ও আব্দুল্লাহ(৩০) নামে ৫ দৃষ্টি প্রতিবন্ধীকে উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে উপস্থিত অসহায় দৃষ্টি প্রতিবন্ধি ও আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে প্রতারণা করে আসছিলো চক্রের দুই মূল হোতা।

প্রতিবন্ধীদের দিয়ে অর্জিত অর্থ তাদের জীবন যাত্রার কোনরুপ সুযোগ সুবিধা প্রদান না করে আসামীরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে আত্নসাৎ করতো বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ দক্ষিন মো. আমিনুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন (অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ, ওসি অপারেশন মুন্সি আশিকুর রহমানসহ অনেকে।

এমএইচআর

Link copied!