Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

জয়পুরহাটে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মে ৭, ২০২৩, ০৮:৪১ পিএম


জয়পুরহাটে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাটে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। রোববার (৭ মে) দুপুরে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন শেষে জয়পুরহাটের খঞ্জনপুর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. মো: আফতাব আলী শেখ সহ অন্যরা।

মন্ত্র্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এই খনিজ প্রক্রিয়াকরণের মাধ্যমে সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

এআরএস

 

 

 

Link copied!