Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মে ১০, ২০২৩, ০৪:০৭ পিএম


স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রী রেখসনা (৪০) হত্যা মামলায় স্বামী টুনুকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দেন আদালত। 

মঙ্গলবার (০৯ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

টুনু জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ জুন ভোর রাতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী রোখসানাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন স্বামী মো. টুনু। 

এ ঘটনায় ওই দিন নিহতের পিতা মোস্তফা বাদী হয়ে রেখসনার স্বামী মো. টুনুকে আসামি করে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই আসলাম খান তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জুলাই মো. টুনুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এইচআর
 

Link copied!