Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

চিকিৎসা সহায়তার ১২ লাখ টাকার চেক বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

মে ১৬, ২০২৩, ০৬:৩০ পিএম


চিকিৎসা সহায়তার ১২ লাখ টাকার চেক বিতরণ

জয়পুরহাটের কালাইয়ে ক্যন্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৪ জনের হাতে চিকিৎসা সহায়তার ১২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী চেক বিতরণ করেন। 

কালাই উপজেলা নির্বাহী অফিসার মোছা. জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক মো.সালেহীন তানভীর গাজী। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাজেদুল ইসলাম প্রমূখ। 

পরে প্রধান অতিথি ক্যন্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত কালাই উপজেলার ২৪ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ১২ লাখ টাকার চেক বিতরণ করেন।  

জেলা প্রশাসক মো. সালেহীন তানভীর গাজী বলেন, ক্যান্সারসহ ছয়টি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালীন আর্থিক সহায়তার এই চেক বিতরণ করছি। 

এইচআর

 

Link copied!