Amar Sangbad
ঢাকা শনিবার, ২৫ মে, ২০২৪,

ধানক্ষেত থেকে নারীর গলিত লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মে ২৩, ২০২৩, ০৬:২২ পিএম


ধানক্ষেত থেকে নারীর গলিত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও এলাকায় একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ঐ নারীর কোন নাম ঠিকানা কিছুই জানা যায় নি।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় যে,ভকরগাঁও গ্রামের এক কৃষকের ধান কর্তন করতে যায় কয়েকজন শ্রমিক। এসময় ধাণ ক্ষেতের মাঝখানে গলিত লাশটি পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা ওই নারীকে বেশ কয়েকদিন আগে মেরে ফেলে রেখেছিল দুর্বৃত্তরা। সে কারনে শরিরের বেশিরভাগ অংশ গলে মাটির সাথে মিশে যায়। তার অংশ বিশেষ গলে যাওয়ায় চেনার কোন উপায় নেই বলেও জানান তারা।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান , মৃত ওই নারীর কোন নাম, ঠিকানা জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এইচআর 

Link copied!