Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

জুন ১৬, ২০২৩, ০৬:১৭ পিএম


বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নেত্রকোনার বারহাট্টায় হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে হেনা আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুন) ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা গ্যাংক কোয়ার্টার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেনা আক্তার বারহাট্টার পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা গ্রামের আ. হামিদের মেয়ে এবং বারহাট্টা গ্যাংক কোয়ার্টার এলাকার বাসিন্দা ওমর ফারুকের স্ত্রী। মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এএসআই) ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

হেনা আক্তারের বাবা মো. আব্দুল হামিদ বলেন, আমার মেয়েকে ৪ বছর হল বিয়ে দিয়েছি। তাদের একটা ৩ বছরের মেয়ে আছে। আমার জানা মতে মেয়ে ও মেয়ের জামাই কোন ঝগড়াঝাটি করেনি। আমার মেয়ের মানসিক  কোন সমস্যাও  ছিল না। তারা ভালোভাবে সংসার করছিল। কিন্তুু আজ কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝতে পারছি না।

মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির (এএসআই) মোহাম্মদ ফজলুর রহমান বলেন ঘটনা ঘটার পর হাওর এক্সপ্রেসের ড্রাইভার আমাকে বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে এসে পৌঁছেছি। আমি ঘটনা পর্যবেক্ষণ করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসতেছে।

পর্যবেক্ষণের পর বোঝা যাবে কি ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কোন কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করছি এই মহিলা চলন্ত ট্রেনের সামনে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করেছে।

এইচআর

Link copied!