ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৩, ০৪:৪১ পিএম

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কল্লা শহীদ (র.) ওরসে এসে রেলসেতু পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আখাউড়া-সিলেট বাইপাস রেলপথের খরমপুর মাজার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদীর মাধবী থানার নোয়াকান্দি গ্রামে শুকুর মিয়া (৬০) ও পলাশ উপজেলার  তার বাড়ি  মোজাম্মেল (২০)। অপর ২ জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রেলসেতু দিয়ে মাজার শরীফের দিকে যাওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ৪ জন মারা যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাজার শরীফে আসা লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে রেলসেতু পারাপার হচ্ছিল। এ সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আসার সময় হলে দুই পাশে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা হুইসেল বাজিয়ে ট্রেন আসার সংকেত দেয়। লোকজন রেলসেতু পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় সেতু থেকে নদীতে ছিটকে পড়ে নিহত হয়।

খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুই মরদেহ উদ্ধার করে। নিহত দুই ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। সকালে আরও দুই  মরদেহ উদ্ধার করে পুলিশ। দুইজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, অজ্ঞাত একজনকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর মাজার শরীফে সপ্তাহব্যাপী বার্ষিক ওরশ শুরু হয়েছে। ৭ দিনব্যাপী ওরশ চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

Link copied!