Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

গৌরনদীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

আগস্ট ১৩, ২০২৩, ০১:৪০ পিএম


গৌরনদীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালের গৌরনদীমডেল থানা পুলিশ শনিবার বিকেলে তিন কেজি গাঁজাসহ জাকির সরদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গৌরনদীমডেল থানা সূত্রে জানাগেছে, একটি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মাদক ব্যবসায়ী জাকির সরদারকে গ্রেপ্তারের জন্য থানার এসআই  কামাল হোসেনের নেতৃত্বে একদলপুলিশ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্দি গ্রামে অভিযান চালায়।

এ সময় ওই গ্রামের মৃত সফেজউদ্দিন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী জাকির সরদারের বসত ঘর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সময় পুলিশ তার বসতঘরতল্লাশী করে তিন কেজী গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় গৌরনদীমডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্যনিয়ন্ত্রন আইনে শনিবার রাত ৮টার দিকে থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতানিশ্চত করেছেন গৌরনদীমডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী জাকির সরদার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী।  

তার নামে গৌরনদীমডেল থানায় দায়েরকৃত ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। যার একটি মামলায় আদালত থেকে সম্প্রতি ওয়ারেন্ট ইস্যু করা হলে পুলিশ তাকে গ্রেপ্তারে শনিবার বিকেলে অভিযান চালায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাকির সরদারকে রোববার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

এইচআর

Link copied!