Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে পুষ্টি সচেতনতায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৩:৫৯ পিএম


চাঁপাইনবাবগঞ্জে পুষ্টি সচেতনতায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে জনসাধারণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সংস্থাটির রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর আওতায় পুষ্টি বিষয়ে জনসাধারণকে সচেতন করে তোলা হচ্ছে। এ কাজে সহায়তা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ।

সচেতনতামূলক এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে মাঠপর্যায়ে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পলশা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

সভায় সূচনা বক্তব্য দেন প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের সিনিয়র জেনারেল ম্যানেজার ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম, পিকেসএফের ব্যবস্থাপক ও পুষ্টি বিশেষজ্ঞ আরএমটিপি প্রজেক্টের কপিল কুমার পাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মাসুম, নিরাপদ খাদ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, ইফাদের প্রোগ্রাম ম্যনেজার এমএস মারিয়েল জিমারম্যান ও কমিউনিকেশন অফিসার ফারহানা উর্মি, প্রয়াস হসপিটালের মেডিকেল অফিসার ডা. সুফিয়া খাতুন তমা।

সভাটি সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম ও জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌস।
এর আগে পলশা উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন বিষয়ে স্থাপিত স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে গর্ভবতী ও নবজাতক বাচ্চাদের মেডিকেল চেকআপ ও পথ্য ব্যবস্থাপনা সেবা দেয়া হয়। পরে উপস্থিত সকলের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক নাটক ও গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা।

এসময় উপস্থিত ছিলেন, পলশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন, প্রয়াসের সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কর্মসুচি ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিদ, তুহিন উদ্দিন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন, প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি ব্যবস্থাপক রেজাউল করিম, অফিসার শাহরিয়ার শিমুল,  ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এইচআর

Link copied!