Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪,

জলঢাকায় গোপন নিয়োগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৭:৫১ পিএম


জলঢাকায় গোপন নিয়োগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নীলফামারীর জলঢাকায় শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি ও  অধ্যক্ষ মিলে গোপনে নিয়োগ প্রক্রিয়া ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানব্বন্ধন করেছেন এলাকাবাসী। 

রবিবার (১০সেপ্টেম্বর) দুপুরে শৌলমারী বাজারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জাহিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,শৌলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফারুক হোসেন দুলাল,আসাদুজ্জামান নুর আসাদ,রিপন বাবু লাবলু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম প্রমূখ। 

এ সময় বক্তরা বলেন,সভাপতি মিন্টু ও অধ্যক্ষ রুবেল মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থী ঠিক করে ফেলেছেন। তাই নিয়োগের বিষয়ে সব তথ্য গোপন রেখেছে। এমনকি আবেদনকারীর ব্যাংক ড্রাফট এর টাকা জমা প্রদানের জন্য প্রতিষ্ঠানের নামে থাকা সোনালী ব্যাংকের  একাউন্ট নাম্বার গত ২৬ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ভুল দেওয়া হয়েছে। আর এ কারনে অনেকে আবেদন করতে পারেনি। যাদেরকে নিয়োগ দিবে তাদের সঠিক একাউন্ট নাম্বার দিয়ে আবেদন করিয়েছেন। 

মানব্বন্ধনে বক্তরা আরও বলেন, প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে নিয়োগের কোন তথ্য নেই। এর আগেও একটি পদের জন্য বিজ্ঞপ্তি দিলেও তা অদৃশ্য কারণে বন্ধ রয়েছে। তারা দাবী করে বলেন সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু অর্ধ শিক্ষিত হয়েও কিভাবে শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হয়। আমরা ওই মিন্টুর পদত্যাগ দাবি করছি এবং সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবী জানাচ্ছি। এ

 বিষয়ে জানতে শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজে গিয়ে অধ্যক্ষকে অনুপস্থিত পাওয়া যায়। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

জানতে চাইলে শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা ফরিদা বেগম বলেন,‘‘আমি নিয়োগের বিষয়ে কিছুই জানিনা,তবে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এলাকাবাসী মানব্বন্ধন করছেন বলে জানতে পেরেছি।’’ 

শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্যাংক একাউন্ট নাম্বার ভুল আছে আমরা এটি সংশোধনী দেব।’’

আরএস

 

 

 

Link copied!