Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

স্মাট বাংলাদেশ নির্মাণে খাগড়াছড়িতে তিন সেবা কার্যক্রম উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:০০ এএম


স্মাট বাংলাদেশ নির্মাণে খাগড়াছড়িতে তিন সেবা কার্যক্রম উদ্বোধন

খাগড়াছড়িতে  অনলাইনে স্থানীয় বাসিন্দা সনদ, উত্তরাধিকার সনদ ও বিদেশি নাগরিকদের ভ্রমণ অনুমতি প্রদান অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

শুত্রুবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ, উপ-পরিচালক, স্থানীয় সরকার নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, অতিরিক্ত  জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)  মুনতাসীর জাহানসহ জেলার সকল উপজেলা নিবার্হী অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, পাহাড়ে এ অনলাইন কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এখানকার সাধারণ মানুষ জেলা প্রশাসনের সেবা সহজে নিতে পারবে। স্থায়ী বাসিন্দা সনদ, ওয়ারিশিয়ান কিংবা উত্তরাধিকার সনদ ও বিদেশি পযটকদের সহজে ভ্রমণে অনুমতি পাওয়ার জন্য খাগড়াছড়ির জেলা প্রশাসন এ কার্যক্রম চালু করে।

এআরএস

Link copied!