Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০

কালিগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৫:৪৭ পিএম


কালিগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কালিগঞ্জে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। 

থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খাঁন এবং কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমানের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো. মামুন রহমানের নেতৃত্বে থানার এস আই (নিঃ) নকিব পান্নু, এএস আই (নিঃ) জিল্লুর রহমান সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযানে রোববার (১৭ সেপ্টেম্বর) ২ কেজি গাঁজাসহ ২ জন আবু হাসান ও মশিউর মোল্লা বাবুকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা সংক্রান্তে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ উক্ত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন থানা এলাকার মথুরেশপুর ইউনিয়নের দুদলি  গ্রামের বাহার আলীর ছেলে আবু হাসান (২৭) ও একই উপজেলার চরপানিয়া গ্রামের-মৃত নাছির উদ্দিন মোল্লার ছেলে মশিউর মোল্লা বাবু (৩২)।

মাদকদ্রব্য উদ্ধারের বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান এ প্রতিনিধিকে বলেন আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।

এইচআর

Link copied!